পশ্চিমবঙ্গহেডলাইন
দীর্ঘ কয়েকমাস পর আমফান ক্ষতিপূরণে আবেদনপত্র জমা নেওয়ার কাজ শুরু হল
দিব্যেন্দু রায়, ভাতার: ভাতারে শুরু হল আমফানের ক্ষতিপূরণের আবেদনপত্র জমা নেওয়ার প্রক্রিয়া। তবে করোনা সংক্রমন থেকে সতর্কতার জন্য হাতে হাতে আবেদনপত্র নেওয়া হচ্ছে না৷ তার পরিবর্তে ব্লক প্রশাসনের কার্যালয়ের বারান্দায় ব্লকের সমস্ত পঞ্চায়েত এলাকার জন্য নির্দিষ্ট বক্স রেখে দেওয়া হয়েছে। ক্ষতিপূরণের জন্য আবেদন করতে ইচ্ছুক ব্যক্তিদের ওই সমস্ত বক্সগুলিতে আবেদনপত্র জমা দেওয়ার জন্য বলা হচ্ছে ।
[আরও পড়ুন- টানা বৃষ্টির কারনে বেহাল মালদার ৩৪ নম্বর জাতীয় সড়ক]
ভাতারের বিডিও শুভ্র চট্টোপাধ্যায় জানিয়েছেন, আমফানের ক্ষতিপূরনের আবেদনপত্র দুদিন ধরে নেওয়া হবে। তারপর সেগুলি জেলা প্রশাসনের কাছে পাঠিয়ে দেওয়া হবে। সেখানেই ক্ষতিপূরণ প্রাপকদের তালিকা চূড়ান্ত হবে।