fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

আম্ফানে বাড়ি ভেঙে বলি হল এক দু’মাসের শিশুর

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: আম্ফানে ওড়িশায় বাড়ি ভেঙে মৃত্যু হল এক দু’মাসের শিশুর। ওড়িশার ভদ্রকের বাসিন্দা পেশায় কৃষক বলরাম দাসের ছেলের মৃত্যু হয়। সেইসময় শিশুটি ঘুমোচ্ছিল। রাতভর বৃষ্টির জেরেই ভেঙে পড়ে বাড়ির ছাদ। ওই পরিবার একটি কাঁচা বাড়িতে বসবাস করত। সেই বাড়িটির দেওয়ালই এদিন ভেঙে পড়ে।

এই ঝড়ের তাণ্ডবে ইতিমধ্যে কলকাতায় ব্যাপক ধ্বংসের ছবি ফুটে উঠছে।একাধিক হোটেলের সামনে ভেঙে পড়েছে টিন। ভেঙে পড়েছে বহু গাছ। বিভিন্ন জায়গায় ভেঙে পড়েছে একের পর এক গাছ। অনেক জায়গায় বাড়ির উপরেও গাছ ভেঙে পড়ার খবর মিলছে।

ইতিমধ্যেই মাথায় টিন পড়ে হাওড়ায় মৃত্যু হয়েছে এক কিশোরীর। মিনাখায় মৃত্যু হয়েছে আরও এক মহিলার। তমলুক ঝড়ের তান্ডবে এক মহিলা আহত হয়েছেন। গাছ ভেঙে বন্ধ কলকাতার পূর্ণদাস রোড, জেমস লং সরণি। গাছ ভেঙে বন্ধ বারাসত- ব্যারাকপুর রোড। কামারহাটিতে লাইটপোস্ট ভেঙে বন্ধ বিটি রোড। কাকদ্বীপ, নামখানায় বিদ্যুতের খুঁটি, গাছ ভেঙেছে। বহু জায়গা বিদ্যুৎবিচ্ছিন্ন করার নির্দেশ দিয়েছে সরকার।

Related Articles

Back to top button
Close