fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

দক্ষিণ ২৪ পরগনায় তাণ্ডব চালাল আমফান

বাবলু প্রামাণিক, দক্ষিণ ২৪ পরগনা : দক্ষিণ ২৪ পরগনার তাণ্ডব চালালো ভয়ানক ঘূর্ণিঝড় আমফান। দুপুর ১২টা থেকে রাত্রি নটা পর্যন্ত তাণ্ডবে অতিষ্ঠ হলো সাধারণ জনগণ।

 

আগে লকডাউন হয়ে পড়ে আছে ৫৫ দিন। বিশ্বজুড়ে দিন আনা দিন খাওয়া মানুষগুলো অনাহারে দিন গুণ ছিল নিজের আশ্রয় টুকু ঘরের মধ্যে সেই আশ্রয় কেড়ে নিল আমফান। নেই আর তাদের মাথা গোঁজার ঠাঁই। কি হবে কোথায় যাবে দিশাহারা পড়েছে সাধারণ জনগণ। সবথেকে বেশি ক্ষতি হয়েছে দক্ষিণ ২৪ পরগনায়। নেই আর কারোর ঘরের এলবেসটার চাল, খড়ের ঘর, মাটির দেওয়াল, টিনের ছাউনি কি করবে ভাবতে পারছেন না সাধারণ জনগন।

 

দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের উত্তরভাগ, হিমচি, খুঁটিবেড়ে, বিন্দাখালি, কালাবুরু, ক্যানিং বাসন্তী , গোসবা কাকদ্বীপ রায়দিঘি, নামখানা, পাথরপ্রতিমা, সুন্দরবন কোস্টাল, এই সমস্ত জায়গায় ঝড়ের দাপট প্রচন্ড ছারিয়েছিল ঘন্টায় ১৩০ থেকে ১৫০-এর মধ্যে।

 

 

স্থানীয় বাসিন্দাদের দাবি এই সময় সরকার তাদের পাশে না দাঁড়ালে তারা কি করবে ভেবেচিন্তে উঠতে পারছে না।

Related Articles

Back to top button
Close