fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

সুন্দরবনে দুর্গত ছাত্র-ছাত্রীদের পাশে “মানববন্ধন”

শ‍্যাম বিশ্বাস,  উত্তর ২৪ পরগনা: আমফানে ক্ষতিগ্রস্ত ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়িয়েছে এই এক স্বেচ্ছাসেবী সংগঠন। আমফানে নদীর নোনা জল ঢুকে বহু ছাত্র-ছাত্রীর বই-খাতা ও গুরুত্বপূর্ণ নথিপত্র নদীগর্ভে চলে গেছে। তাই অসহায়ের ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়িয়েছে মানববন্ধন নামে এই স্বেচ্ছাসেবী সংগঠন। একদিকে যেমন তাদের বই খাতা পেন, অন্যদিকে স্কুল ব্যাগ নতুন করে স্কুলের জামা কাপড় ও খাবারের ব্যবস্থা করেছে এই সংগঠন। মানববন্ধন নামে এই স্বেচ্ছাসেবী সংগঠন কাজ চালিয়ে যাচ্ছে ক্রমাগত। একদিকে দেখা যাচ্ছে গ্রীষ্মের দাবদাহে রক্তদানের মধ্য দিয়ে মুমূর্ষ রোগীকে বাঁচানো, অন্যদিকে অবহেলিত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সংকল্পই মানববন্ধনের মূলমন্ত্র।

মানববন্ধনের চেয়ারম্যান শেখ সাবির আহমেদ সাহেবের উপস্থিতিতে সুন্দরবন সংলগ্ন এলাকার বিভিন্ন প্রান্তে আমফান ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ১,০০০  গরিব অসহায় মানুষকে খাদ‍্য সামগ্রী বিতরণ করা হল। পাশাপাশি ছোট ছোট বাচ্চাদের বই খাতা পেন বিতরণ করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মানববন্ধন মঞ্চের চেয়ারম্যান শেখ সাবির আহমেদ সাহেব,  পর্যবেক্ষক অ‍্যাডভোকেট তারিকুর রহমান সাহেব,  মজনু সরদার, বাপি শেখ, অজেৎ পাড় ও সফিকুল ইসলাম।

Related Articles

Back to top button
Close