আমফান: বিপর্যস্ত অবস্থা খতিয়ে দেখতে রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: সুপার সাইক্লোন আমফানের আছড়ে পড়ার পর বাংলার অবস্থা খতিয়ে দেখতে রাজ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আমফানের বিধ্বংসী রূপের করাল গ্রাসে বলি সাধারণ মানুষ। সেইসঙ্গে প্রচুর ক্ষতি হয়েছে। বিপযর্স্ত জনজীবন। ভেঙে পড়েছে বাড়ি, প্রচুর গাছপালা। এই অবস্থা খতিয়ে দেখতে দেখবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি বাংলা থেকেই প্রধানমন্তী পাড়ি দেবেন ওড়িশাতে। সেখানে সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখবেন তিনি। কারণ বাংলার পাশাপাশি ক্ষতি হয়েছে ওড়িশা রাজ্যের।
পশ্চিমবঙ্গের পরিস্থিতির জন্য উদ্বেগ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী মোদি। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘আমফানের জন্য রাজ্যে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখে তা কেন্দ্রের কাছে পেশ করা হবে। তার পর দেখা যাক কত কী দেয় কেন্দ্র’।
বৃহস্পতিবার নবান্নে এভাবেই প্রধানমন্ত্রীর কাছে বাংলায় আসার আবেদন রাখেন মুখ্যমন্ত্রী। তারপরেই খবর আসে যে, বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।