fbpx
কলকাতাগুরুত্বপূর্ণহেডলাইন

আমফানে ক্ষয়ক্ষতির টাকা অনেক আগে দেওয়া উচিত ছিল: ফিরহাদ

অভিষেক গঙ্গোপাধ্যায়, কলকাতা: কেন্দ্রের আরও আগেই আমফানের ক্ষতিপূরণ দেওয়া উচিত ছিল। এমনটাই জানালেন রাজ্যের পুর মন্ত্রী ফিরহাদ হাকিম। পাশাপাশি এই টাকা কোনো রাজনৈতিক টাকা নয় বলেও মন্তব্য করেন তিনি।

বিধ্বংসী ঘূর্ণিঝড়ের পর পরিস্থিতি মোকাবেলায় বাংলাকে ফের ২,৭০৭ কোটি টাকা সাহায্যের ঘোষণা করলো কেন্দ্র । এই নিয়ে অমফান পরিস্থিতি মোকাবেলার দ্বিতীয় দফায় আর্থিক সাহায্য করছে কেন্দ্রীয় সরকার । এর আগেও মে মাসের বিধ্বংসী আমফান ঘূর্ণিঝড় ক্ষয়ক্ষতির মোকাবেলা রাজ্যে ১ হাজার কোটি টাকা সাহায্য দেয় কেন্দ্র ।

এই প্রসঙ্গে ফিরহাদ হাকিম জানান, “আমফান ঘূর্ণিঝড়ের এক সপ্তাহের মধ্যেই ছয় হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দিয়েছে শুধুমাত্র রাজ্য সরকার। রাজ্য সরকারের তরফে এখনও ত্রাণের জন্য অর্থ বিলি করা হচ্ছে । তাই এই ধরনের মন্তব্য করে কোনও লাভ নেই বিজেপির। বাংলার উন্নয়ন করার জন্য কারো কাছে ভিক্ষা চাইতে হয় না । বাংলার টাকা দিয়েই বাংলার মানুষের উন্নয়ন করা হয়।”

একইসঙ্গে তিনি জানান, “কেন্দ্রীয় সরকার দেবে কেন্দ্রীয় টাকা । এটা কোনও রাজনৈতিক দলের টাকা নয় । আমফানে ক্ষয়ক্ষতির টাকা অনেক আগেই রাজ্যে চলে আসা উচিত ছিল”।
অন্যদিকে, কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়ার কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, “রাজ্য সরকার ৫৪ হাজার কোটি টাকা এমনিতেই পায় কেন্দ্রের কাছে। আমফানের ঘূর্ণিঝড়ে এক লাখ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে রাজ্যে”।

Related Articles

Back to top button
Close