fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

আমফানের আগাম সতর্কতা তারকেশ্বরে

পার্থ সামন্ত, তারকেশ্বর: অতি প্রবল ঘূর্ণিঝড় আমফান দোরগোড়ায় কড়া নাড়ছে। সরকারের তরফ থেকে চলছে সতর্কতা অবলম্বনের প্রচার। আমফানের ক্ষতি কমাতে হুগলী জেলার তারকেশ্বর ব্লকের কেশবচক গ্রাম পঞ্চায়েতের কেটেরা দক্ষিণ পাড়ায় মাটির বাড়িতে বসবাস করা কিছু লোকজনকে রাখা হল অজ্ঞনওয়াড়ি কেন্দ্রে।

 

 

সকাল থেকেই দফায় দফায় স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যা দেবশ্রী সামন্ত প্রামানিকের উদ্যোগে চলে আমফানের সতর্কতার জোড় প্রচার। মাটির বাড়িতে বসবাস করা লোকজন কে স্থানীয় প্রাইমারি স্কুল ও অজ্ঞনওয়াড়ি কেন্দ্রে আগামী বৃহস্পতিবার পর্যন্ত থাকতে বলা হয়েছে।

Related Articles

Back to top button
Close