fbpx
গুরুত্বপূর্ণপশ্চিমবঙ্গশিল্প-বাণিজ্যহেডলাইন

রাজ্যের পাওনা নিয়ে নির্মলাকে কি প্রস্তাব দিলেন অমিত?

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: দুই–তৃতীয়াংশ নয়, জিএসটি ঘাটতির ১.‌৮২ লক্ষ কোটি টাকা কেন্দ্রই রিজার্ভ ব্যাঙ্কের থেকে ঋণ নিয়ে রাজ্যের পাওনা মিটিয়ে দিক। এই মর্মে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি লিখে যত তাড়াতাড়ি সম্ভব এ বিষয়ে জিএসটি কাউন্সিলের বৈঠক ডাকার অনুরোধ জানালেন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী অমিত মিত্র।

জিএসটি কাউন্সিলের শেষ বৈঠকেই স্থির হয়েছিল, কেন্দ্রই জিএসটি ঘাটতির দুই–তৃতীয়াংশ অর্থাৎ ১.‌১০ লক্ষ কোটি টাকা ঋণ নিয়ে রাজ্যকে ঋণ দেবে। সেই প্রস্তাবে বাংলা রাজি, জানিয়েছেন বাংলার অর্থমন্ত্রী। ঋণের সুদের টাকা সেস থেকে তুলে আনা হবে এবং সেস সংগ্রহ যে ২০২২ সালের পরেও চলতে থাকবে, তা চিঠিতে উল্লেখ করেন তিনি। তবে কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছিল, ঘাটতির বাকি এক–তৃতীয়াংশ অর্থ অর্থাৎ ৭২ হাজার কোটি টাকা রাজ্যকেই ঋণ নিতে হবে। প্রয়োজনে ‌০.‌৫% বেশি ঋণও নিতে পারে রাজ্য, জানানো হয়েছিল কেন্দ্রের তরফে।

সেই প্রসঙ্গ তুলে অমিতবাবু চিঠিতে বলেন, কেন্দ্র রিজার্ভ ব্যাঙ্কের থেকে ঋণ নিলে ৫% সুদ দিতে হয়, ওদিকে রাজ্যকে দিতে হয় ৬‌.‌৮%। অর্থাৎ সেক্ষেত্রে রাজ্যের ঘাড়ে বাড়তি ঋণের বোঝা চাপবে। করোনা অতিমারী এবং আমফানের পর রাজ্যের কোষাগারে অনেক চাপ পড়েছে। তাই বাংলার অর্থমন্ত্রীর অনুরোধ, পুরো টাকাটা যেন কেন্দ্রই ঋণ নেয়।  ‌

Related Articles

Back to top button
Close