এইমস থেকে ছাড়া পেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: এবার বিজেপি শিবিরে স্বস্তির ছায়া। দিল্লির এইমস হাসপাতাল থেকে ছাড়া পেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
Union Home Minister Amit Shah discharged from AIIMS, Delhi. He was admitted here on August 18 for post-COVID care: Government Sources
(file pic) pic.twitter.com/cfzxVECuxU— ANI (@ANI) August 31, 2020
উল্লেখ্য, করোনা পরবর্তী চিকিৎসার জন্য ১৮ অগাস্ট দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট ফর মেডিক্যাল সায়েন্সেস অর্থাৎ AIIMS-এ ভর্তি করা হয়েছিল তাঁকে। ১২ দিন পর সোমবার সকালে হাসপাতাল থেকে ছাড়া হয় তাঁকে। প্রসঙ্গত, করোনা আক্রান্ত হওয়ার পরে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি ছিলেন মন্ত্রী।
উল্লেখ্য, ২ অগাস্ট করোনা আক্রান্ত হন অমিত শাহ। তিনি নিজেই ট্যুইট করে জানান সে কথা। করোনা চিকিৎসার জন্য হাসপাতালে মেদান্ত হাসপাতালে ভর্তি করা হয় মন্ত্রীকে। ১৪ অগাস্ট স্বরাষ্ট্রমন্ত্রীর করোনা রিপোর্ট নেগেটিভ আসে। শারীরিক কোনও সমস্যা না থাকায় হাসপাতাল থেকে বাড়ি ফিরে আসেন তিনি। দেশবাসীকে ট্যুইট করে সেকথা জানান তিনি।