এবছর দুর্গাপুজোয় কলকাতায় আসতে পারেন অমিত শাহ

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: দরজায় কড়া নাড়ছে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। শুরু হয়েছে চারদিকে প্যান্ডেল বাঁধার কাজ। বাজার দোকানে এখনও উপচে পড়া ভিড় শুরু না হলেও কেনাকাটা শুরু হয়ে গেছে। আর এই দুর্গাপুজোয় এবার কলকাতায় আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সন্তোষ মিত্র স্কোয়ার পুজো কমিটির পক্ষ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পুজোর উদ্বোধন করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। অমিত পুজোর কমিটির আবেদনে সম্মতি জানিয়েছেন বলেই খবর। ক্লাব কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, এবারে পুজো কমিটির থিম ‘আজাদি কি অমৃত মহোৎসব’।
ক্লাব কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে তাঁর ব্যস্ত সময়সূচির মধ্যে কবে তিনি আসবেন সে ব্যাপারে এখনও স্পষ্ট কিছু না জানালেও সন্তোষ মিত্র স্কোয়ার দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, যেহেতু এবারে তাদের থিম ‘আজাদি কি অমৃত মহোৎসব’ সেই কারণে পুজোয় আসার ব্যাপারে আগ্রহ জানিয়েছেন অমিত শাহ।