সুস্থ অমিত শাহ, হাসপাতাল থেকে মিলবে মুক্তি, জানিয়ে দিল এইমস
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: সুস্থ রয়েছেন অমিত শাহ। খুব শীঘ্রই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।এইমস সূত্রে এমনই খবর মিলেছে। ১৮ আগস্ট করোনা পজিটিভ আসায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দিল্লির এইমসে ভর্তি করা হয়। এরপর হাসপাতালের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় যে, সম্পূর্ণ সুস্থ রয়েছেন অমিত শাহ।
[আরও পড়ুন- ফের জম্মু-কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম ৩ জঙ্গি, নিহত ১ পুলিশকর্মী]
এই মাসের ২ রা আগস্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী করোনায় আক্রান্ত হন। এই কথা তিনি নিজেই ট্যুইট করে জানিয়েছিলেন। এরপর ওনাকে গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। ১৪ আগস্ট ওনার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছিল, এই কথাও তিনি নিজেই ট্যুইট করে জানিয়েছিলেন তিনি। এরপর শরীরে অসহ্য যন্ত্রণা অনুভব করছিলেন তিনি। শারীরিকভাবে খুব দুর্বল থাকার জন্য তিনি দিল্লির এইমসে ভর্তি হন।