
যুগশঙ্খ, ওয়েবডেস্ক: দুদিনের বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ উত্তরবঙ্গ থেকে একের পর আক্রমণে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিদ্ধ করেছেন তিনি। শুক্রবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে যেতে পারেন অমিত শাহ। তার সঙ্গে যেতে পারেন শুভেন্দু অধিকারী। বেহালার বীরেন রায় রোডের বাড়িতে নৈশভোজ সারা কথা আছে স্বরাষ্ট্রমন্ত্রীর।
সৌরভের বাড়িতে শাহ সফর নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রসঙ্গত এর আগেও একবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিজেপিতে যোগদান নিয়ে জোর জল্পনা শুরু হয়।
শাহ-সৌরভের এহেন সাক্ষাৎ অবশ্য নতুন কিছু নয়। গত বিধানসভা নির্বাচনের আগে দিল্লিতে অমিত শাহের সঙ্গে সৌরভের সাক্ষাৎ হয়। আর এরপরেই সৌরভের বাংলার রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে জোর জল্পনা তৈরি হয়।