fbpx
গুরুত্বপূর্ণদেশবিনোদনহেডলাইন

সুস্থ রয়েছেন অমিতাভ বচ্চন, রিপোর্ট নেগেটিভ

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: সুস্থ রয়েছেন বলিউড বিগ বি। এই মুহূর্তে করোনা পজিটিভ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। কিন্তু তাঁর আবার করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা গিয়েছে।

নানাবতী হাসাপাতাল সূত্রের খবর অনুযায়ী অমিতাভ বচ্চনের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। স্থিতিশীল রয়েছেন অমিতাভ পুত্র অভিষেক বচ্চনও।

সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে মুম্বইয়ের নানবতী হাসপাতালে ভর্তি হয়েছেন বিগ বি এবং জুনিয়র বচ্চন। পরে বচ্চন পরিবারের সকলের করোনা পরীক্ষা হলে জানা যায় যে, ঐশ্বর্যা রাই বচ্চন এবং আরাধ্যও করোনা আক্রান্ত । ঐশ্বর্যা রাই বচ্চন এবং আরাধ্যকেও ভর্তি করা হয় নানাবতী হাসপাতালে।

১১ জুলাই হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই চিকিৎসায় সাড়া দিচ্ছেন অমিতাভ ও অভিষেক। আর কয়েকদিনের মধ্যেই বাবা ও ছেলেকে ছেড়ে দেওয়া হবে বলে জানা যাচ্ছে।

জানা গিয়েছে যে সুস্থ রয়েছেন ঐশ্বর্যা এবং আরাধ্যা। মা এবং মেয়েকেও খুব তাড়াতাড়ি হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।

Related Articles

Back to top button
Close