fbpx
দেশবিনোদন

দ্বিতীয়বার করোনা আক্রান্ত অমিতাভ বচ্চন

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: ফের করোনা আক্রান্ত হলেন বিগ বি। মঙ্গলবার অমিতাভ বচ্চন নিজেই ট্যুইট করে জানিয়েছেন সেই কথা। ট্যুইটে বিগ বি লেখেন,  ‘এইমাত্র জানলাম কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। বিগত কিছুদিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁদের অনুরোধ করব কোভিড পরীক্ষা করিয়ে নিতে।”

এই নিয়ে দ্বিতীয়বার করোনা আক্রান্ত হলেন অমিতাভ বচ্চন। ২০২০ সালের জুলাই মাসে প্রথম করোনা আক্রান্ত হয়েছিলেন অমিতাভ বচ্চন। তখন নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছিল শাহেনশা-কে।

২ বছর আগে অমিতাভ করোনা আক্রান্ত হওয়ার আগামী দিনই অভিষেক বচ্চনের করোনা রিপোর্ট-ও পজিটিভ আসে। তিনি ট্যুইট করে নিজেই এ কথা জানান।

 

Related Articles

Back to top button
Close