
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: চির ঘুমের দেশে পাড়ি দিয়েছেন ‘অপু’। হারিয়ে গেলেন ফেলুদা। হারিয়ে গেল বাঙালির অপু। হারিয়ে গেলেন অভিনেতা, আবৃত্তিকার, নাট্যকার সৌমিত্র চট্টোপাধ্যায়। চোখের জলে বাংলার শেষ ম্যাটিনি আইডলকে বিদায় জানালেন অসংখ্য অনুরাগী।অভিনেতার প্রয়াণে কেবল টলিউড নয়, গোটা ভারতীয় চলচ্চিত্র জগতের এক বড় ক্ষতি। ফলে দেশের বিভিন্ন প্রান্তে এদিন বেজে ওঠে বিষাদের সুর। মন ভার বলিউডেরও। খবর প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ার পাতা ভরতে থাকে প্রতিক্রিয়ায়। একইভাবে স্মৃতিচারণায় সামিল অমিতাভ বচ্চনও।
এদিন সোশ্যাল মিডিয়ার পাতায় তিনি সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে একটি ছবি শেয়ার করে লিখলেন, ভারতীয় চলচ্চিত্র জগতের একটি স্তম্ভ পতন সৌমিত্র চট্টোপাধ্যোর মৃত্যু। এক লেজেন্ড অভিনেতা চলে গেলেন। চলচ্চিত্র উত্সবে তোলা একটি ছবি শেয়ার করেই তিনি এই পোস্ট করেন। মুহূর্তে তা ছড়িয়ে পড়ে ভক্তমহলে। রাত পোহালেও অভিনেতার মৃত্যু মেনে নেওয়ার নয়, এখনও ফেলুদার অপেক্ষায় যেন পথ চেয়ে সকলে…