fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

আমফানে ক্ষতিগ্রস্তদের পাশে স্বেচ্ছাসেবী সংস্থা 

বাবলু প্রামাণিক, দক্ষিণ ২৪ পরগনা: ভয়ংকর আমফান ঝড়ের তান্ডবে বিপর্যস্থ সুন্দরবন সহ সমগ্র দক্ষিণ ২৪ পরগণা। ব্যতিক্রমী নয় বারুইপুরের ব্লকের গ্রাম গুলোও। করোনা , লকডাউনের মতোই এই ঝড় বিধ্বস্ত অসহায়, প্রান্তিক ছাত্রছাত্রীদের পরিবারের পাশে এসে দাঁড়ালো বারুইপুরের বিশিষ্ট স্বেচ্ছাসেবী সংস্থা নড়িদানা স্বপ্নসন্ধান। সংস্থার সম্পাদক ও বিশিষ্ট সমাজকর্মী সুমিত মন্ডল জানান, এই ভয়ংকর ঝড়ের পরের দিন থেকেই স্থানীয় ছাত্রছাত্রী ও সহযোগী প্রান্তিক মানুষজনের বাড়িতে গিয়ে সরেজমিনে ক্ষয়ক্ষতির পরিমান বোঝার চেষ্টা করা হয়। এবং সেদিন থেকেই ঝড়ের ফলে সম্পূর্ণ ক্ষতিগ্রস্থ আশ্রয়হীন পরিবার ও আংশিক ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর জন্য নগদ অর্থ, অ্যাসবেসটস, টিন, ত্রিপল, প্লাস্টিক, বাঁশ প্রভৃতি দেওয়া শুরু হয়।

আরও পড়ুন: কর্মীদের জন্য যানবাহন ও সুরক্ষার ব্যবস্থা করুক রাজ্য সরকার, দাবি কো-অর্ডিনেশন কমিটির

এপর্যন্ত এমন ৪০ টি পরিবারের ঘরের পুনঃনির্মাণ বা সংস্কারের কাজে সহায়তা করা হয়েছে। আগামী দিনে আরও ২৫ টা পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের গৃহ সংস্কার করা হবে। বজায় থাকবে অত্যাবশ্যক ১২ টা পণ্য সহ মাসিক ধারাবাহিক সহায়তা প্রদানও। সুমিত বাবু জানান, স্বপ্নসন্ধানের মতো সমমনা আরও ৯ টা সংগঠন কে একত্র করে যৌথমঞ্চ গঠন করা হয়েছে সুন্দরবনের মূল ভূখণ্ডের পুনঃগঠনের জন্য। সেখানেও অত্যাবশ্যক খাদ্য সামগ্রী, জিওলিন,স্যানেটারি ন্যাপকিন যেমন পাঠানো হচ্ছে জরুরী ভিত্তিতে। তেমনই দীর্ঘ পরিকল্পনা নেওয়া হচ্ছে স্বাস্থ্য, পরিবেশ প্রভৃতি বিষয়ে। একক উদ্যোগে লড়াইয়ের পাশে সম্প্রসারিত যৌথমঞ্চে স্বপ্নসন্ধানের নতুন ভূমিকায় অসহায়, প্রান্তিক মানুষের জন্য স্বপ্নের পরিসর ক্রমশ প্রশস্ত হচ্ছে।

Related Articles

Back to top button
Close