
মোকতার হোসেন মন্ডল: লাদাখে সেনা মৃত্যু ও আগ্রাসনের বিরুদ্ধে কলকাতার সল্টলেক চিনা দূতাবাসের সামনে বিক্ষোভ দেখালো আমরা বাঙালি নামে একটি দল। শুক্রবার বেলা প্রায় একটা নাগাদ প্রায় ১৫ জন আমরা বাঙালির সদস্য চিনা দূতাবাসের সামনে হাজির হন।
আমরা বাঙালির নেতারা বলছেন, চিনা দূতাবাসের নিরাপত্তা রক্ষীরা রীতিমত তর্কাতর্কি করে তাদের সদস্যেদের সঙ্গে দূতাবাসের সামনে দাঁড়ানোর বিরোধিতা করে। তবে শেষমেস সেখানে বক্তব্যের মধ্যে চিনা দ্রব্য বর্জনের ডাক দেওয়া হয়। আন্দোলনকারীদের দাবি, অবিলম্বে চিনা আগ্রাসন বন্ধ করতে হবে। এদিন নেপাল দূতাবাসের সামনেও জড়ো হওয়ার চেষ্টা করে আমরা বাঙালির নেতা কর্মীরা।