সর্বভারতীয় রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ ন্যায়বিচার পার্টির

বাবলু প্রামানিক, দক্ষিণ ২৪ পরগনা: সর্বভারতীয় রাজনৈতিক দলের সূচনা হলো দক্ষিণ ২৪ পরগনায়। নাম ন্যায়বিচার পার্টির।
দক্ষিণ ২৪ পরগনা বারুইপুর বাসিন্দা আব্দুর রহমান ছোটবেলা থেকে জাতীয় আন্দোলনে বিশ্বাসী ছাত্র রাজনীতিতে। প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের হাত ধরে দক্ষিণ পরগনার জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি অংশগ্রহণ কররেন।
আরও পড়ুন: দেশের প্রয়োজন টেকসই ও উন্নত মানের সড়ক : রবীন্দ্র কিশোর সিনহা
ন্যায় বিচার পার্টির সভাপতি আব্দুর রহমান বলেন, ” বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে বিশেষভাবে আদিবাসী সংখ্যালঘু সম্প্রদায় , সাঁওতাল, হুল মুন্ডার নাম উন্নয়নের নামে ব্যবহার করে তাদের শোষণ করা হচ্ছে। যেভাবে দেয়ালে পিঠ ঠেকে গেছে সমগ্র সংখ্যালঘু সম্প্রদায় মানুষগুলির। তাই নতুন চিন্তা ভাবনা, উন্নততর যুগের দিকে এগিয়ে যাওয়ার জন্য এবং অনন্যা সম্প্রদায় মানুষগুলিকে নতুন একটি রাজনৈতিক দল সর্বভারতীয় ন্যায়-বিচার পার্টি আমরা প্রতিষ্ঠা করতে চলেছি। সেই কারণে সকলকে বলছি রাজনীতির জাঁতাকলে ভুলে আমরা ঐক্যবদ্ধ হতে হবে’।