সম্পত্তি হাতিয়ে বাবা-মাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ, পুলিশের দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

মিল্টন পাল, মালদা: সুপ্রিম কোর্টের নির্দেশকে ফের অমান্য করে সম্পত্তি হাতিয়ে বাবা-মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল গুণধর ছেলে। বাধ্য হয়ে বৃদ্ধ দম্পতি পুলিশের দ্বারস্থ হয়েছেন। মালদার ইংরেজবাজার থানার অমৃতি গ্রাম পঞ্চায়েতের মাঙ্গোনপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। সম্পত্তি হাতিয়ে নেওয়া, মারধর দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার ঘটনায় সোমবার ওই বৃদ্ধ দম্পতি তার ছোট ছেলে নিতাই মন্ডলের বিরুদ্ধে ইংরেজবাজার মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাঙ্গোনপাড়া এলাকার বাসিন্দা সুনীল মণ্ডল (৬০) এবং স্ত্রী দিপালী মণ্ডল (৫৫)। তাদের কাছ থেকেই ছোট ছেলে নিতাই মন্ডল জোর করে জমি বাড়ি লিখিয়ে নেওয়ার চাপ দিচ্ছে বলে অভিযোগ। ছোট ছেলের এই দাবি না মানায় বেশ কিছুদিন ধরে ওই বৃদ্ধ দম্পতির ওপর মারধর এবং নানান ভাবে নির্যাতন চালাচ্ছে অভিযুক্ত ছেলে নিতাই মন্ডল বলে অভিযোগ। এই নির্যাতন সহ্য করতে না পেরে অবশেষে পুলিশের দ্বারস্থ হয়েছে ওই বৃদ্ধ দম্পতি।
বৃদ্ধা দিপালীদেবীর অভিযোগ, তার অন্যান্য ছেলেরা আলাদা থাকেন। ছোট ছেলে তাদের সাথে থাকে। কিন্তু এখন সম্পত্তি লিখে দেওয়ার জন্য চাপ দিচ্ছে ছোট ছেলে নিতাই মন্ডল। এমনকি তাদের ওপর মারধর প্রাণনাশের হুমকিও পর্যন্ত দেওয়া হচ্ছে। এই ভয়ে বাড়ি ছাড়া হয়েই পুলিশের দ্বারস্থ হয়েছেন তাঁরা। পুলিশ প্রশাসন যাতে সুরাহ করেন।
পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানান, বৃদ্ধ দম্পতির অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার মহিলা থানার পুলিশ। বৃদ্ধ দম্পতিকে তাদের বাড়িতে ফেরানো ব্যবস্থা করেছে পুলিশ। ঘটনায় তার ছেলের বিরুদ্ধে ওঠা অভাযোগ ক্ষতিয়ে দেখা হচ্ছে।