পশ্চিমবঙ্গহেডলাইন
ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির সংখ্যালঘু মোর্চার কার্যকরী বৈঠক অনুষ্ঠিত হল ডেবরায়

তারক হরি, পশ্চিম মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরায় মঙ্গলবার একটি বেসরকারি গেস্ট হাউসে অনুষ্ঠিত হল ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপি সংখ্যালঘু মোর্চার কার্যকরী বৈঠক। এই আলোচনা সভায় কয়েকশো সংখ্যালঘু মোর্চার সদস্যরা সহ উপস্থিত ছিলেন বিজেপির অন্যান্য কার্যকরী নেতৃত্বরা।
মূলত ২০২১ এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভোট বৈতরণী পার করানোর মূল লক্ষ্যে এই কার্যকরণী বৈঠকে আলোচনা হয় বলে জানিয়েছেন বিজেপির নেতৃত্ব। এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির সভানেত্রী অন্তরা ভট্টাচার্য সহ সংখ্যালঘু মোর্চার অন্যান্য সদস্যবর্গরা।