নাইজেরিয়ায় অবৈধ তৈল শোধনাগারে বিস্ফোরণ, নিহত শতাধিক

যুগশঙ্খ,ওয়েবডেস্ক: নাইজেরিয়ায় একটি অবৈধ তৈল শোধনাগারে বিস্ফোরণে প্রাণ গেছে শতাধিক মানুষের। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা। নাইজেরিয়ার রিভার্স রাজ্যে একটি অবৈধ তেল শোধনাগারে বিস্ফোরণটি হয়। স্থানীয় সময় শনিবার রাজ্যটির পেট্রোলিয়াম সম্পদ–বিষয়ক কমিশনার গুডলাক ওপিয়াহ বলেন, অবৈধ একটি তেল শোধনাগারে অগ্নিকাণ্ডের ঘটনায় শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। আগুনে এসব মানুষের শরীর এমনভাবে পুড়ে গেছে যে তাঁদের শনাক্ত করা পর্যন্ত যাচ্ছে না।
নাইজেরিয়ার তেলসমৃদ্ধ এ এলাকা বেকারত্ব ও দারিদ্র্যকবলিত। সেখানে অবৈধভাবে তেল পরিশোধন করে বিক্রি আকর্ষণীয় একটি ব্যবসা। কিন্তু এতে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটে।
প্রধান তেল কোম্পানিগুলোর পাইপলাইন থেকে তেল চুরি করে তা অবৈধভাবে তৈরি অস্থায়ী ট্যাংকে নিয়ে পরিশোধনের পর জ্বালানি হিসেবে বিক্রি করা হয়।
ইয়ুথ অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাডভোকেসি সেন্টার বলেছে, বিস্ফোরণের সময় সেখানে অবৈধ তেল কেনার জন্য লাইনে থাকা অনেকগুলো গাড়ি পুড়ে গেছে।
জানা গেছে, দক্ষিণ নাইজেরিয়ার আশপাশে এ রকম আরও কয়েক ডজন অবৈধ তেল ব্যবসা ছড়িয়ে–ছিটিয়ে রয়েছে।