fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

করোনা মোকাবিলায় উলুবেড়িয়া পুর এলাকায় ৫০ শয্যার সেফ হোম তৈরির উদ্যোগ

পাপ্পা গুহ, উলুবেড়িয়া: করোনা সংক্রমণ রুখতে এবার উলুবেড়িয়া পুরসভা এলাকায় ৫০ শয্যার একটি সেফ হোম তৈরির উদ্যোগ নিল উলুবেড়িয়া পুরসভা। বৃহস্পতিবার উলুবেড়িয়া মহকুমা শাসকের দফতরে এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

পুরসভা সূত্রে খবর, উলুবেড়িয়া পুরসভার বাউড়িয়ায় আই টি আই ক্যাম্পাসে এই সেফ হোম গড়ে তোলা হবে। আগামী ৩ আগস্ট এই সেফহোমের উদ্বোধন করা হবে। পুর এলাকার অপেক্ষাকৃত কম উপসর্গ নাগরিকদের এই সেফ হোমে রাখা হবে।

আরও পড়ুন:বিস্তর অভিযোগ, সাগর দত্ত- কলকাতা মেডিক্যাল কলেজ পরিদর্শনে রাজ্যে ICMR-এর দল

উলুবেড়িয়া পুরসভা সূত্রে খবর এখনও পর্যন্ত পুর এলাকায় ১৫৩ জনের শরীরে করোনা সংক্রমণের খোঁজ পাওয়া গেছে, যাদের মধ্যে বর্তমানে ৫৬ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

প্রসঙ্গত, উলুবেড়িয়া ই এস আই ও ফুলেশ্বরের সঞ্জীবন হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা করা হচ্ছে।এদিনের এই বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উলুবেড়িয়ার মহকুমা শাসক অরণ্য বন্দ্যোপাধ্যায়, বিধায়ক ইদ্রিস আলি, উলুবেড়িয়া পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অভয় দাস , উলুবেড়িয়া বাউড়িয়া থানার আধিকারিক ও বিভিন্ন হাসপাতালের আধিকারিকরা।

Related Articles

Back to top button
Close