সোনারপুরে আত্মঘাতী বৃদ্ধা

নিজস্ব প্রতিবেদক, সোনারপুর: গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হলেন বিরানব্বুই বছরের এক বৃদ্ধা। তাঁর নাম হেমলতা চক্রবর্তী। মঙ্গলবার রাতে সোনারপুর থানার মালঞ্চ মাহি নগরের ঘটনা। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করেছে। বুধবার ওই বৃদ্ধার দেহ ময়না তদন্তে পাঠানো হচ্ছে।
স্থানীয় মানুষ ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে ওই এলাকায় বিদ্যুতের গোলমাল চলছিল। বাড়িতে অন্ধকারের মধ্যেই হেমলতা দেবী বাথরুমে যান। সেখানে কেরোসিন তেল ঢেলে গায়ে আগুন লাগিয়ে দেন। পরিবারের লোকজন বুঝতে পেরে দরজা খুলে বাথরুমে ঢোকেন। কিন্তু তখন ঐ বৃদ্ধার দেহের অধিকাংশ অংশ পুড়ে গেছে। তাঁরা আগুন নেভান। ততক্ষণে তিনি মারা যান। পরিবারের তরফে জানানো হয়, বৃদ্ধা বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন। তিনি এর আগেও কয়েকবার আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছেন। পুলিশ জানায়, কি কারনে এই ঘটনা তার তদন্ত শুরু করা হয়েছে।