পশ্চিমবঙ্গহেডলাইন
মাটির বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক বৃদ্ধার

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: মাটির বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক বৃদ্ধার। এই ঘটনা ঘটেছে জামবনি থানার মহিষামুড়া গ্রামে। পুলিশ জানিয়েছে মৃত ওই বৃদ্ধার নাম সরোজ মাহাতো (৭০)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে শনিবার বিকেল থেকেই বৃষ্টি শুরু হয়েছিল। রাতে মাটির বাড়িতে ঘুমাচ্ছিলেন ওই বৃদ্ধা মহিলা। টানা বৃষ্টিতে মাটির দেওয়াল জল পেয়ে আলগা হয়ে গিয়েছিল। বৃষ্টির মধ্যে রাত সাতটা নাগাদ দেওয়াল ভেঙে ওই মহিলার শরীরের উপর পড়ে। দেওয়ালে চাপা পড়ে যান তিনি ।স্থানীয় মানুষজন তাকে উদ্ধার করে ঝাড়গ্রাম জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। পরে হাসপাতালে তিনি মারা যান বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। জামবনি ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে মৃতের পরিবার প্রশাসনের কাছে আবেদন করলে ক্ষতিপূরণ দেওয়া হবে।