fbpx
গুরুত্বপূর্ণহেডলাইন

ইসলামপুরের রামগঞ্জে মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য

দীপঙ্কর দে, ইসলামপুর: ইসলামপুর থানার রামগঞ্জের মানিকপুর এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কের ধারে জলাশয় থেকে মৃতদেহ  মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য চড়িয়েছে। এদিন বিকাল নাগাদ স্থানীয়রা ঘাস কাটতে এসে ভেসে উঠতে দেখে একটি মৃতদেহ।

খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে পৌছায় ইসলামপুর থানার রামগঞ্জ ফাঁড়ির পুলিশ। এদিকে মৃতদেহ উদ্ধারের খবরে সামাজিক দূরত্বের নির্দেশিকাকে শিকেয় তুলে দলে দলে মানুষ জমায়েত হতে থাকে। মানুষের জমায়েতকে নিয়ন্ত্রণ করতে পুলিশকেও হিমশিম খেতে হয়। তবে এই মৃতদেহের সনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয়রা মিশ্র প্রতিক্রিয়া দিতে গিয়ে জানিয়েছেন, সম্ভবত পাগল, কেউ আবার বলছেন কেউ মেরে ফেলে দিয়ে গিয়েছে, কেউ আবার দুর্ঘটনায় মৃত্যু দাবী করছেন। তবে মৃতদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।

Related Articles

Back to top button
Close