fbpx
কলকাতাগুরুত্বপূর্ণহেডলাইন

মর্মান্তিক দুর্ঘটনা! মোটররিক্সায় ওড়না জড়িয়ে মৃত্যু মহিলার

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অসতর্কতার জেরে শনিবার দুপুরে বাঁশদ্রোণীর ব্রহ্মপুরে ঘটে গেল মারাত্মক দুর্ঘটনা। মোটর রিকশায় ওড়না জড়িয়ে রাস্তায় ছিটকে পড়ে মর্মান্তিক ভাবে মৃত্যু হল এক মহিলার। চলন্ত রিক্সার টানে দেহ থেকে আলাদা হয়ে যায় মাথা। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হল শেষ রক্ষা করা সম্ভব হয়নি।

পুলিশ সূত্রে খবর, নিজের স্বামী এবং বোনের সঙ্গে মোটর রিকশায় বসে যাচ্ছিলেন সবিতা মিস্ত্রি (৫০)। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আচমকাই তার ওড়না মোটর রিক্সার চাকার সঙ্গে জড়িয়ে যায় এবং তিনি রাস্তায় ছিটকে পড়েন।সেই অবস্থায় তাকে বেশ কিছুটা টেনে হিঁচড়ে নিয়ে যায় মোটর রিক্সা। গাড়ির গতি বেশি থাকায় তার গলার একাংশ ঘর থেকে আলাদা হয়ে যায়। কোনভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। চোখের সামনে এই ধরনের দুর্ঘটনা দেখে রীতিমতো আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।

Related Articles

Back to top button
Close