অফবিটপশ্চিমবঙ্গহেডলাইন
বড়ঞাতে মাটির তলা থেকে প্রাচীন কৃষ্ণমূর্তি উদ্ধার
কৌশিক অধিকারী, কান্দি: মুর্শিদাবাদের বড়ঞা থানার সাটিতাড়া গ্ৰামে বাড়ির ভিত খোঁড়ার সময় প্রাচীন গোপালের শিলা মূর্তি উদ্ধার হল৷ মূর্তিটি উদ্ধার করে বড়ঞা থানা ওসি নির্মল দাস জেলা মিউজিয়ামে পাঠানোর প্রস্তুতি শুরু করেছে।
প্রাচীন এই শিলা মূর্তিটি কষ্টি পাথরের বলে মনে করছেন এলাকার বাসিন্দারা। তবে পুলিশের পক্ষ থেকে মূর্তিটির কোন সময় কালের ও কোন শিলা দ্বারা নির্মিত তা নির্নয়ের জন্য প্রত্নতত্ত্ব বিভাগের সাথেও যোগাযোগ স্থাপন করেছে।
বড়ঞা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সাটীতড়া গ্রামের দিনু সেখের বাড়ি থেকে মূর্তিটি উদ্ধার করে। দীনু সেখ তার বাড়ি তৈরির জন্য মাটি ঘননের কাজ করছিলজন। সেই সময় ওই মূর্তিটা চোখে পরে। মূর্তি দেখতে ভীড় জমে যায় তার বাড়িতে। দীনুর পরিবারের লোকজন পুলিশে খবর দিলে পুলিশ মূর্তিটি নিয়ে যায়।