পশ্চিমবঙ্গ
আর নয় অন্যায়: কুমারগ্রামে বিজেপির গৃহ সম্পর্ক অভিযানে ব্যাপক সাড়া

সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম: আর নয় অন্যায় গৃহ সম্পর্ক অভিযান করল কুমারগ্রাম ব্লকের বিজেপির দুই নম্বর মন্ডল কমিটির সদস্যরা। বুধবার কুমারগ্রামের এনকেএস গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন বুথে এই অভিযান চালানো হয়। উপস্থিত ছিলেন বিজেপির আলিপুরদুয়ার জেলা সম্পাদক বিনোদ মিঞ্জ, দুই নম্বর মন্ডল কমিটির সহকারি সভানেত্রী দেবলীনা সরকার ও এনকেএস গ্রাম পঞ্চায়েত এলাকার দলীয় কার্যকর্তারা। বিনোদ মিঞ্জ জানান, এদিন এই অভিযানে বাড়ি বাড়ি গিয়ে তারা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প সম্পর্কে লোকজনদের বোঝান এবং সেই সব প্রকল্পের সুবিধা সাধারন মানুষজন পেয়েছেন কিনা বা না পেলে কেন পাননি সেসব বিষয়ে খোঁজ খবর নেন। এই অভিযানে তারা ব্যাপক সাড়া পেয়েছেন বলেও তিনি জানান।