
যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ আগামী ২৮ ফেব্রুয়ারি শুরু হতে চলেছে কলকাতা বই মেলা। শেষ হবে ১৩ মার্চ। কলকাতা বই মেলার দিকে তাকিয়ে প্রায় সকলেই। করোনা আবহে অনেক টালবাহানার মধ্যেই শুরু হতে চলেছে কলকাতা বই মেলা। আগে একটি নির্দিষ্ট দিক স্থির হলেও পরে সেটি পিছিয়ে যায়। কলকাতা বইমেলা উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একপ্রস্থ প্রস্তুতি সেরে নিয়েছে
পাবলিসার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। ‘ফোকাল থিম কান্ট্রি বাংলাদেশ’। বই মেলায় উদযাপন করা হবে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবর্ষ এবং বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর। পাশাপাশি বাংলাদেশ দিবসও পালিত হবে ৩ এবং ৪ মার্চ শিশু দিবস উদযাপিত হবে ৬ মার্চ। প্রতিবছরের মতো এবারও দেশের বিভিন্ন রাজ্য এবং অন্য দেশের পাবলিশার্সরা অংশগ্রহণ করবে।
বইমেলায় অংশগ্রহণকারী দেশগুলির মধ্যে রয়েছে ব্রিটেন, আমেরিকা, রাশিয়া, ইতালি, স্পেন, আর্জেন্টিনা, মেক্সিকো, লাতিন আমেরিকা প্রভৃতি।
বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে পাবলিশার্স এন্ড বুকসেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় জানিয়েছেন, ৪৫ তম আন্তর্জাতিক বই মেলায় সল্টলেকের সেন্ট্রাল পার্কে অনুষ্ঠিত হবে। এ বছর প্রথম ইরান আন্তর্জাতিক কলকাতা বইমেলায় অংশগ্রহণ করছে।