fbpx
গুরুত্বপূর্ণপশ্চিমবঙ্গহেডলাইন

অন্ডালে ভূমিধস! আতঙ্কে মানুষ, কাঠগড়ায় ECL

জয়দেব লাহা, দুর্গাপুর:‌ ফের ধস নামল অন্ডালের গ্রামে। ধসের কবলে একটি বাড়ীর আংশিক ভেঙে পড়ল। ফাটল ধরল আরও একাধিক বাড়ীতে। আতঙ্কে গ্রামবাসীরা বাড়ী ছেড়ে রাস্তায় নেমে উগরে দিল ক্ষোভ। পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের। শুক্রবার ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়াল অণ্ডাল থানার হরিশপুর গ্রামে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আগে কোয়াটারে ঠাঁই দিল ইসিএল।

ঘটনায় জানা গেছে, শুক্রবার বিকাল নাগাদ আচমকা ধস নামে হরিশপুর গোওয়ালা পাড়ায়। উৎপল চৌধুরী নামে একজনের বাড়ীর একাংশ ধসে ভেঙে পড়ে। আশপাশের আরও ৫ টি বাড়ীতে ফাটল দেখা দেয়। ধস নামতে প্রান ভয়ে বাড়ী ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়ে গ্রামবাসীরা। জানা গেছে, গ্রামের পাশেই রয়েছে মাধবপুর কোলিয়ারী। এদিন খবর পেয়ে গ্রামে পৌঁছায় অন্ডাল বিডিও ও পুলিশ আধিকারিকরা। প্রশাসনিক আধিকারিকদোর ঘিরে পুনর্বাসনের দাবীতে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসিএলের আধিকারিকরা। উল্লেখ্য, মাসখানেক আগে অন্ডালের কাজোড়া এরিয়ার জামবাদ খনি সংলগ্ন ইসিএলের পরিত্যাক্ত আবাসন ধসে তলিয়ে যায়। ঘটনায় এক মহিলার মৃত্যু হয়। এছাড়াও
দুদিন আগেই ২ নং জাতীয় সড়ক থেকে হরিশপুর গ্রামে যাওয়ার রাস্তায় ফাটল নামে। তারপর এদিনের ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত গ্রামবাসীরা। বিক্ষোভকারীদের অভিযোগ,” তালিকায় গ্রামের নাম থাকলেও, এখন জোটেনি পুনর্বাসন। যার মাশুল গ্রামবাসীদের দিতে হচ্ছে। যেকোন সময় হয়তো আস্ত গ্রামটাই ধসে মাটির নীচে তলিয়ে যাবে।”
অণ্ডাল বিডিও ঋত্বিক হাজরা জানান,” কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। ওই পরিবারের সদস্যদের অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে। শনিবার মহকুমাশাসকদের দপ্তরে গ্রামবাসীদের প্রতিনিধি ও ইসিএল কর্তৃপক্ষ সহ এডিডিএ যৌথভাবে বৈঠক ডাকা হয়েছে।”

Related Articles

Back to top button
Close