অন্ডালে সংস্কারের কাজ চলাকালীন জখম যুবক

জয়দেব লাহা, দুর্গাপুর, ৩ জুলাই: সংস্কারের সময় মন্দিরের আটচালা ভেঙে জখম হল কর্মরত শ্রমিক। শুক্রবার ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে অণ্ডালের দক্ষিণখণ্ড গ্রামে। রাকেশ বাদ্যকর নামে ওই যুবক গুরুতর জখম অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি।
ঘটনায় জানা গেছে, দক্ষিণখণ্ড গ্রামের ঠাকুরবাড়ি পাড়া এলাকায় প্রায় তিনশো বছরের পুরোনো গোপীনাথের মন্দির রয়েছে। ওই মন্দিরের আটচালাটি কংক্রিটের। দীর্ঘদিনের হওয়ায় সংস্কারের কাজ চলছিল। এদিন এলাকার দুই যুবক আটচালার সংস্কারের কাজ করছিল। ওইসময় আচমকা আস্ত আটচালাট ভেঙে পড়ে। পরিস্থিতি বেগতিক দেখে একজন পালিয়ে গেলেও রাকেশ চাপা পড়ে। ভেঙে পড়ার আওয়াজ শুনে আশপাশের বাসিন্দারা ছুটে আসে। কংক্রিটের চাদর ভেঙে চাপা পড়ে থাকা ওই যুবককে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান ভি শিবদাশন দাসু। শিবদাসনবাবু মন্দির কমিটি’কে আটচালা তৈরী করে দেওয়ার আশ্বাস দেয়। পাশাপাশি মন্দিরের প্রবেশ দ্বার বিপদজনক অবস্থায় থাকায় প্রবেশদ্বারটি ভাঙার নির্দেশ দেন। এছাড়াও জখম যুবকের পরিবারের লোকজনের সঙ্গে দেখা করেন। তিনি বলেন, “আমরা ওই যুবকের চিকিৎসার খরচ দেওয়ার আশ্বাস দিয়েছি।” অন্ডাল পঞ্চায়েতের উপ-প্রাধান অনন্ত ঘোষ বলেন, “জখম যুবকের পরিবারের হাতে আপাতত ১৫ হাজার টাকা তুলে দেওয়া হয়েছে।” অন্ডাল বিডিও ঋত্বিক হাজরা বলেন,” পুরোনো মন্দির। বেশকিছু ভগ্নপ্রায় বাড়ি রয়েছে। সেগুলো কিভাবে ভেঙে ফেলা যায়, তার ব্যবস্থা নেওয়া হচ্ছে।”