অনলাইনে টাকা হাতানো… ঠাকুরনগর থেকে অভিযুক্তকে গ্রেফতার অন্ধপ্রদেশের পুলিশের

শ্যাম বিশ্বাস, উত্তর ২৪ পরগনা: অনলাইনে টাকা হাতানোর দায়ে ঠাকুরনগরের শিমুলপুর থেকে এক যুবককে গ্রেফতার করল অন্ধপ্রদেশের পুলিশ। উত্তর ২৪ পরগনা গাইঘাটা থানার ঠাকুরনগর শিমুলপুর থেকে বৃহস্পতিবার নৃপেন বৈদ্য নামে ২৬ বছরের এক যুবককে গ্রেফতার করে অন্ধপ্রদেশের গুন্টুর ডিস্ট্রিক পুলিশ। ধৃত যুবকের বিরুদ্ধে নানা প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতানোর অভিযোগ রয়েছে বলে জানিয়েছে অন্ধপ্রদেশের পুলিশ।
[আরও পড়ুন- চালু হবে ট্রেন, ঝাড়গ্রাম স্টেশনে টিকিট দেওয়া শুরু যাত্রীদের]
প্রাথমিক পর্যায়ে তারা জানিয়েছেন এই যুবকের সঙ্গে একটি চক্র একত্রিত হয়ে সাধারণ মানুষকে ফোন করত। তাদের নানা প্রলোভন দেখিয়ে অ্যাকাউন্ট নম্বর থেকে টাকা হাতিয়ে নিত বলে অভিযোগ। অভিযোগ পেয়ে অন্ধপ্রদেশের পুলিশ বুধবার রাতে ঠাকুরনগরে শিমুলপুরে হানা দিয়ে নৃপেণ বৈদ্যকে গ্রেফতার করে। ধৃত যুবককে ট্রানজিট রিমান্ডে অন্ধপ্রদেশে নিয়ে যাওয়ার জন্য আবেদন করে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়েছে।