কুকুরের কামড়ে জখম হনুমানকে উদ্ধার করলো পশুপ্রেমী সংগঠন

শুভেন্দু বন্দোপাধ্যায়, আসানসোল: আসানসোলের রানিগঞ্জের এক পশুপ্রেমী সংস্থার সদস্যরা বুধবার দুপুরে রানিগঞ্জের বল্লভপুর থেকে কুকুরের কামড়ে আহত এক হনুমানকে উদ্ধার করে। পরে সংস্থার সদস্যরা বল্লভপুর পুলিশ ফাঁড়ির অফিসারদের সামনে বন দপ্তরের কর্মীর হাতে তুলে দেন। আহত ওই হনুমানকে রূপনারায়ণপুরে বন দপ্তরের রেঞ্জ অফিসে আনা হয়। সেখানেই হনুমানটির চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে বনদপ্তর সূত্রে জানা গেছে।
রানিগঞ্জের ওই পশুপ্রেমী সংগঠনের তরফে সৌরভ মুখোপাধ্যায় বলেন, একদল হনুমান মঙ্গলবার দুপুরে বল্লভপুরের অনুরাগডাঙ্গা এলাকায় আসে। স্থানীয় বাসিন্দারা সেই হনুমানের দলকে তাড়া করলে সবাই পালিয়ে গেলেও, দলের একটি হনুমান আটকে পড়ে। পরে সেই হনুমানকে ৪/৫ টি কুকুর তাড়া করে ধরে ঘাড়ে কামড়ে দেয়। এরপরে সেই হনুমানকে আহত অবস্থায় স্থানীয় মানুষেরা দেখতে পান৷ সে অবস্থায় এলাকার বাসিন্দারা আহত হনুমানটিকে ধরতে গেলে সে পালিয়ে যায়। সেই খবর মঙ্গলপুর বন দপ্তরে স্থানীয় বাসিন্দারা জানান। বন দপ্তরের কর্মীরা এলাকায় এসে তিন ঘণ্টা ধরে চেষ্টা করেও তাকে ধরতে পারেননি।
এরপরে মঙ্গলবার রাতে এলাকার বাসিন্দারা পশুপ্রেমী সংগঠনের সৌরভ মুখোপাধ্যায়কে খবর দেন। সৌরভবাবু বুধবার দুপুর বারোটা নাগাদ এলাকায় আসেন। তিনি আহত হনুমানটিকে ধরে ফেলেন। বল্লভপুর পুলিশ ফাঁড়ির অফিসারদের উপস্থিতিতে সৌরভবাবু বন দপ্তরের কর্মীদের হাতে হনুমানটিকে তুলে দেয়।
বন দপ্তরের আসানসোলের রেঞ্জ অফিসার সৌরিশ সাধু বলেন, ওই হনুমানটি ভালোই আহত হয়েছে। আমাদেরকে দেওয়ার পরে আমরা চিকিৎসকের সাথে যোগাযোগ করেছি। আপাততঃ তাকে খেতে দেওয়া হয়েছে। চিকিৎসার মাধ্যমে হনুমানটির সুস্থ করে তোলা চেষ্টা করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।