fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

দুর্গাপুরে অ্যনিমিয়া নির্নয় শিবির

জয়দেব লাহা, দুর্গাপুর:  বিশ্ব আয়রন ডেফিসিয়েন্সি দিবস। আর সেই উপলক্ষে অ্যনিমিয়া বা রক্তাল্পতা নির্ণয় শিবির করল দুর্গাপুর ইন্সটিটিউট অফ্ হেল্থ স্টাডিজ। বৃহস্পতিবার দুর্গাপুরের ইচ্ছাপুরে এক সেচ্ছাসেবী সংগঠনের কার্যালয়ে ওই শিবিরটি হয়। উপস্থিত ছিলেন ভারতীয় স্টেট ব্যাঙ্কের ডেপুটি জিএম একে পোদ্দার, আইনজীবি বিপ্লব চ্যাটার্জী, দুর্গাপুর মহিলা কলেজের অধ্যক্ষা মধুমিতা জাজোদিয়া প্রমুখ।

এদিন বৃদ্ধ, বৃদ্ধা স্কুল পড়ুয়া সহ ৫০ জনের রক্তেত নমুনা সংগ্রহ করা হয়। উদ্যোক্তাদের পক্ষে ডাঃ বিমান চক্রবর্তী বলেন, “রক্তে হিমোগ্লোবিন কমে গেলে অ্যানিমিয়া হয়। গ্রামাঞ্চলে অ্যানিমিয়া আক্রান্তের সংক্রান্ত তুলনামুলক বেশী দেখা যায়।  মহিলাদের ক্ষেত্রে রক্তে ১২-১৩ গ্রাম থাকা স্বাভাবিক। তার কম হলে শরীরে দুর্বলতা অনেকক্ষেত্রে ফুলে যায়। আবার পুরুষদের ক্ষেত্রে ১৪-১৫ গ্রাম থাকা স্বাভাবিক।” তিনি আরও বলেন,” মূলত, আয়রনযুক্ত খাবার ছোলা, সজনে শাক, কাচা কলা, আপেল বেশী খেতে হবে। এদিন ৫০ জনের রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। ওই রক্ত ল্যাবরোটরিতে পরীক্ষা করা হবে। তারপর রিপোর্ট দেওয়া হবে। সম্পুর্ন পরীক্ষা নিঃশুল্ক।”

Related Articles

Back to top button
Close