আনিসের দাদাকে হুমকি ফোনের ঘটনায় গ্রেফতার ১

যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ নিহত আমতার ছাত্রনেতা আনিস খানের দাদাকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগে একজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম সারোয়ার হোসেন।
তিলজলা এলাকা থেকে সারোয়ার হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সিআইডির তথ্যের ভিত্তিতে তিলজলা এলাকায় অভিযান চালায় আমতা পুলিশ। গ্রেফতার করা হয় সারোয়ারকে। এই সারোয়ার হোসেনের বিরুদ্ধে আরও অভিযোগ, তিনি বেআইনি টেলিফোন এক্সচেঞ্জ চালাচ্ছিলেন শহরে বসেই। ভয়েস ওভার আইপি বা ভিওআইপি কলের মাধ্যমে বিদেশ থেকে আসছিল ফোন। যেখানে ব্যবহার করা হয়েছিল তিলজলা এক্সচেঞ্জ–এর সার্ভার। কলকাতা পুলিশের সাইবার থানা এই সার্ভারের বিষয়টি ধরে। তবে আনিসের দাদাকে ফোন করে কেন হুমকি দিয়েছিল সারোয়ার তা খতিয়ে দেখা হচ্ছে।
আমতার সারদা দক্ষিণ দাঁ পাড়ায় আনিস খানের মৃত্যুর রহস্যের জট এখনও কাটেনি। ইতিমধ্যেই আনিসে দেহের দ্বিতীয়বার ময়নাতদন্ত হয়েছে এসএসকেএম-এ। আনিসের ফোনও ম্যাজিস্ট্রেটের সামনে সিট-এর কাছে জমা দিয়েছে পরিবার। সিবিআই তদন্ত চেয়ে আনিসের পরিবারে তরফে দাবি জানানো হয়। পরে হাইকোর্টের হস্তক্ষেপে সমস্যার কিছুটা সমাধান হয়। সিট-ই ভরসা রাখার নির্দেশ দেয় হাইকোর্ট। ইতিমধ্যেই আমতা থানার হোমগার্ড ও সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করে পুলিশ।