বিজেপির উদ্যোগে উলুবেড়িয়ায় অন্নপূর্ণার হাট
পাপ্পা গুহ, উলুবেড়িয়া: এলাকার প্রান্তিক মানুষদের বিনা পয়সায় সবজি বিতরণের উদ্দেশ্যে বিজেপি হাওড়া গ্রামীণ জেলার উদ্যোগে উলুবেড়িয়া ২ নং ব্লকের রঘুদেবপুর পূর্ব প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বসল অন্নপূর্ণার হাট। হাটে আলু থেকে পটল, পেঁয়াজ থেকে বরবটি মিলিয়ে প্রায় ১৪ রকমের আনাজের পাশাপাশি থাকছে ডিম।
অবশ্য সামাজিক দূরত্ব মেনে এই হাটে প্রবেশ করে বাজার করার আগে প্রত্যকের হাতে হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হচ্ছে। অন্যদিকে লকডাউনের এই কঠিন পরিস্থতিতি বিনা পয়সায় টাটকা আনাজ পেয়ে খুশি সাধারণ মানুষ। তাদের মতে এই সময় এই ধরনের উদ্যোগ তাদের অনেকটাই স্বস্তি দিল।
অপরদিকে বিনা পয়সার এই হাট প্রসঙ্গে বিজেপির হাওড়া গ্রামীণ জেলার সাধারণ সম্পাদক প্রত্যুষ মন্ডল জানান লকডাউনের প্রথম দিন থেকেই বিজেপি হাওড়া গ্রামীণ জেলার পক্ষ থেকে কখনও খাদ্য সামগ্রী আবার কখনও রান্না করা খাবার মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছিল। এবারে একটু অন্যভাবে মানুষের পাশে থাকা হল। তিনি জানান, এদিন প্রায় ২৫০টি পরিবার এই বাজার থেকে বাজার করেছেন।