ফের দুটি জারে ভর্তি ৩৭ টি বোমা উদ্ধার গলসিতে

প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান: ঝেপের মধ্যে দুটি জারে ভরে লুকিয়ে রাখা তাজা বোমা উদ্ধার করলো পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে পূর্ব বর্ধমানের গলসি থানার পুলিশ বৃহস্পতিবার রাতে স্থানীয় ভাসাপুলে ডিভিসির সেচ ক্যানেল লাগোয়া ঝোপ থেকে জারে ভরে রাখা ৩৭ টি তাজা বোমা উদ্ধার করে। শুক্রবার দুপুরে সিআইডির বোম ডিসপোজাল স্কোয়াডের সদস্যরা গলসি পৌঁছে ক্যানেল পাড়ের ফাঁকা জায়গায় বোমাগুলি নিস্ক্রিয় করে। দিন কয়েক আগেও গলসির করকডাল গ্রামের একটি ঝোপ থেকে পুলিশ জারে ধরে লুকিয়ে রাখা ১০ টি তাজা বোম উদ্ধার করেছিল। ঝেপে কারা বোমা লুকিয়ে রাখছে তার তদন্ত পুলিশ শুরু করেছে।
জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় এদিন বলেন, “গলসিতে ঝোপ থেকে দুটি জারে ভর্তি মোট ৩৭ টি বোম উদ্ধার হয়েছে। পুলিশ এই ঘটনার পর থেকেই বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ আটক বা গ্রেফতার হয় নি।”