পশ্চিমবঙ্গহেডলাইন
বাংলাদেশ থেকে আরও ৪০ টন ইলিশ এল ভারতে, দাম কমার অপেক্ষায় সাধারণ মানুষ

শ্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা: বাংলাদেশ থেকে আরও ৪০ টন ইলিশ এল ভারতে, এখন দাম কমার অপেক্ষায় রয়েছেন সাধারণ মানুষ। কারণ ইলিশ এলেও কেনার ক্ষমতা নেই অনেকের। দামের জন্য খাওয়ার শখ থাকলেও কিনতে পারেন না।
জানা গেছে, উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সীমান্ত দিয়ে শনিবার সাতটি ট্রাকের ৪০ টন পদ্মার ইলিশ বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে। ১৪ সেপ্টেম্বর বাংলাদেশ থেকে ইলিশ আসতে শুরু করে। এবছর ১৪৫০ টন ইলিশ মাছ বাংলাদেশ সরকার ভারতে রফতানি করবে বলে আগেই জানিয়েছিল। রেকড সংখ্যক ইলিশ আসায় ইলিশ মাছের দাম কমতে পারে বলে আশা করা যাচ্ছে।