আরও ৫৪ জনের প্রাণহানি, বাংলাদেশে করোনায় মৃত্যু বাড়ল ৪২ ভাগ

যুগশঙ্খ প্রতিবেদন, ঢাকা: মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরও ৫৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ২ হাজার ৯২৮ জন কোভিড রোগী মারা গেলেন। সে হিসাবে একদিনে মৃত্যু বেড়েছে ৪২ ভাগ। এই সময়ে ২ হাজার ২৭৫ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ লাখ ২৩ হাজার ৪৫৩ জন।
আরও পড়ুন: জলের তলায় সেতু, গর্ভবতী মহিলাকে কাঁধে করে হাসপাতালে নিয়ে গেলেন আত্মীয়রা
রবিবার বিকেলে বাংলাদেশের স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা কভিড সম্পর্কে নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান। সারাদেশের নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে নাসিমা সুলতানা জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৪৪১টি নমুনা সংগ্রহ ও ১০ হাজার ৭৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১১ লাখ ১১ হাজার ৫৫৮টি। নতুন পরীক্ষা করা নমুনায় ২ হাজার ২৭৫ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ লাখ ২৩ হাজার ৪৫৩ জনে। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৫৪ জনের। ফলে ভাইরাসটিতে মোট মারা গেলেন ২ হাজার ৯২৮ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৭৯৯ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ২৩ হাজার ৮৮২ জন।