fbpx
আন্তর্জাতিকগুরুত্বপূর্ণবাংলাদেশহেডলাইন

বাংলাদেশে করোনায় আরও ৫৫ জনের মৃত্যু 

যুগশঙ্খ প্রতিবেদন,  ঢাকা: বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে প্রতিবেশী বাংলাদেশে গত ২৪ ঘন্টায় আরও ৫৫ জনের মৃত্যুর মধ্য দিয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২ হাজার ১৫১ জন। একই সময়ে ৩ হাজার ২৭ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে এ পর্যন্ত শনাক্ত রোগির সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৮ হাজার ৬৪৫ জনে।

আরও পড়ুন:আমফানে ক্ষতিপূরণের তালিকায় দুর্নীতি নিয়ে উত্তপ্ত বসিরহাট, আক্রান্ত ১০ জন বিজেপি কর্মী

মঙ্গলবার বিকেলে বাংলাদেশের স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা এসব তথ্য তুলে ধরেন। তিনি জানান, গত ২৪ ঘন্টায় বাড়ি ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৯৫৩ জন রোগি সুস্থ হয়ে উঠেছে। তাতে সুস্থ রোগির সংখ্যা দাঁড়াল মোট ৭৮ হাজার ১০২ জনে। নাসিমা সুলতানা বলেন, গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ৪৬ জন পুরুষ এবং ৯ জন নারী। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩৯ জনের এবং বাড়িতে থাকা অবস্থায় ১৫ জনের মৃত্যু হয়েছে। একজন হাসপাতালে মৃত অবস্থায় এসেছেন।

বুলেটিনে জানানো হয়, ঢাকার আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে আরটিপিসিআর ল্যাব চালু হওয়ায় দেশে এখন ৭৪টি গবেষণাগারে কোভিড-১৯ এর নমুনা পরীক্ষার ব্যবস্থা হয়েছে। এসব পরীক্ষাগারে গত এক দিনে ১৩ হাজার ১৭৩টি নমুনা পরীক্ষা হয়েছে, এ পর্যন্ত দেশে পরীক্ষা হয়েছে ৮ লাখ ৭৩ হাজার ৪৮০টি নমুনা। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯ দশমিক ৩১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৬ দশমিক ৩১ শতাংশ, মৃত্যু হার ১ দশমিক ২১ শতাংশ।

Related Articles

Back to top button
Close