পশ্চিমবঙ্গহেডলাইন
করোনায় আক্রান্ত আরও এক পুরকর্মী

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আবারও পুরসভার অন্দরে করোনার থাবা। সূত্রের খবর, কলকাতা পুরসভার পার্সোনেল বিভাগের এক কর্মীর দেহে বুধবার করোনা সংক্রমণ ধরা পড়েছে। এদিনই তাঁকে যাদবপুরের কেপিসি মেডিকেল কলেজে ভর্তি করা হয়।
বিভাগীয় সূত্রে খবর, ঐ পুরকর্মী সোমবারও পুরসভায় ডিউটি করেছেন। স্বাস্থ্য বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, ঐ কর্মীর সংস্পর্শে যারা যারা এসেছেন তাদের লালারসের নমুনা সংগ্রহ করা হবে। বিভাগের এক কর্মীর করোনা আক্রান্ত হওয়ার খবর আসতেই বৃহস্পতিবার গোটা পার্সোনেল বিভাগ স্যানিটাইজ করা হয়। কিন্তু পুরসভার কর্মী মহলে বাড়ছে ক্ষোভ। তাঁদের কথায়, ১০০শতাংশ হাজিরা বাধ্যতামূলক করা হয়েছে। ফলে সামাজিক দূরত্ব মেনে কাজ করা সম্ভব হচ্ছে না। অবিলম্বে রোটেশন মাফিক ডিউটির দাবি উঠেছে পুর কর্মীদের।