
যুগশঙ্খ, ওয়েবডেস্ক: কলকাতায় ফের ডেঙ্গির প্রকোপ মাথাচাড়া দিয়ে উঠছে। সোমবার সেই ঘটনারই সাক্ষী থাকল কলকাতা। ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৯ বছর বয়সী শর্মিলা মুখোপাধ্যায় নামে এক মহিলার। শর্মিলাদেবী হরিদেবপুর ব্যানার্জি পাড়ার বাসিন্দা বাসিন্দা ছিলেন। ঢাকুরিয়া আমরি হাসপাতালে সোমবার বিকেলে ভর্তি করানো হয় তাঁকে, রাতেই মৃত্যু হয় শর্মিলা দেবীর।
টালিগঞ্জের একটি বেসরকারি নার্সিংহোম থেকে (আরএসভি হসপিটাল) অত্যন্ত আশঙ্কানজক অবস্থায় তাঁকে আমরি হাসপাতালে নিয়ে আসা হয়। মৃত্যুর কারণ হিসাবে সেপসিস এবং তাঁর সঙ্গে ডেঙ্গি শক সিনড্রোম ছিল বলে জানা গিয়েছে। এর আগে মাসখানেক আগে কালীঘাটে মন্দিরের পাশেই অষ্টম শ্রেণীর এক মেধাবী ছাত্রের মৃত্যু হয়েছিল।