বর্ধমান সংশোধনাগারে বান্দির মারে মৃত্যু অপর এক বন্দির

প্রদীপ চট্টোপাধ্যায় বর্ধমান: বন্দিদের মারপিট ও সংঘর্ষে মৃত্যু হল এক বন্দির । মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে । মৃতের নাম বাবু সেখ (৩০)। তার বাড়ি পূর্ব বর্ধমানের কেতুগ্রামে । মাদক সংক্রান্ত মামলায় অভিযুক্ত হওয়ায় বাবু সেখ বিচারাধীন বন্দি ছিল বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে । বন্দিদের মারপিট সংঘর্ষে সংশোধনাগারের এক বন্দির মৃত্যু হওয়ার কথা জানার পড়েই নড়ে চড়ে বসেন জেলা পুলিশের কর্তারা ।
জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় জানিয়েছেন, সংশোধনাগারের ক্যান্টিনে এদিন গোলযোগ বাঁধে। বন্দি বাবু সেখের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত মিঠুন শীল নামে এক বন্দি। সাত বছরের সাজাপ্রাপ্ত বন্দি মিঠুন শীলকে দমদম সংশোধনাগার থেকে বর্ধমান সংশোধনাগারে স্থানান্তরিত করা হয়েছিল । মারপিটে গুরুতর জখম বাবু সেখকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন । পুলিশ সুপার আরও বলেন ,যেহেতু মিঠুন সাজাপ্রাপ্ত বন্দী সেই জন্য বেশ কিছু আইনী জটিলতার কারণে তাকে এখুনি গ্রেফতার করা হয় নি। আইন মেনে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ।