fbpx
দেশবিনোদনহেডলাইন

ফের সঙ্গীত জগতে ছন্দপতন, চলে গেলেন প্রখ্যাত গজল শিল্পী ভূপিন্দর সিং

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: ফের শোকস্তব্ধ সঙ্গীত মহল। চলে গেলেন প্রখ্যাত গজল শিল্পী ভূমিন্দর সিং। বয়স হয়েছিল ৮২ বছর। দীর্ঘ দিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। আজ সন্ধ্যা ৭.৪৫ মিনিটি জুহুর হাসপাতালে প্রয়াত হন তিনি। আগামীকাল, মঙ্গলবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানিয়েছে ভূপিন্দর সিংয়ের স্ত্রী, জনপ্রিয় শিল্পী মিতালী সিং।

মিতালি সিং জানিয়েছেন, “তিনি সোমবার মারা গেছেন এবং শেষকৃত্য মঙ্গলবার অনুষ্ঠিত হবে। তাঁর কোলনের সমস্যা ছিল। কিছু দিন ধরেই ইউরিনারি সমস্যা সহ বেশ কিছু স্বাস্থ্য জটিলতায় ভুগছিলেন।”

মুম্বইয়ের ক্রিটিকেয়ার এশিয়া হাসপাতাল ভর্তি ছিলেন ভূপিন্দর সিং। হাসপাতালের ডাক্তার দীপক নামজোশির জানিয়েছেন,  “ভুপিন্দরজিকে দশ দিন আগে আমাদের হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁর সংক্রমণ হয়েছিল। আমাদের দৃঢ় সন্দেহ ছিল যে তাঁর কোলন সমস্যা আছে এবং আমরা পর্যবেক্ষণ করছিলাম। একই সময়ে তাঁর কোভিড-১৯ও পাওয়া যায়। সোমবার সকালে তাঁর অবস্থার অবনতি হয় এবং আমাদের তাঁকে ভেন্টিলেটরে রাখতে হয়। তিনি হৃদরোগে আক্রান্ত হন এবং সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে তিনি প্রয়াত হন”।

একের পর এক জনপ্রিয় গান উপহার দিয়েছেন শিল্পী। তার মধ্যে অন্যতম ‘দো দিবানে শহর মে’, ‘সত্তে পে সত্তা’, ‘দিল ঢুনঢতা হ্যায়’, ‘নাম গুম জায়েগা’, ‘এক আকেলা ইস শহর মে’, ‘বিতি না বিতাই ‘রয়না তাঁর জনপ্রিয় গানের মধ্যে অন্যতম।

ভূপিন্দর পঞ্জাবের অমৃতসরে জন্মগ্রহণ করেছিলেন এবং গিটার এবং বেহালা শিখেছিলেন। অমৃতসরে। বাবার কাছেই গানের তালিম নেওয়া শুরু করেন তিনি। ভূপিন্দর সিং-এর কেরিয়ার শুরু করেন অল ইন্ডিয়া রেডিও থেকে।

 

Related Articles

Back to top button
Close