উত্তর ২৪ পরগনায় সংক্রমণে লাগাম পরানো যাচ্ছে না কেন? প্রশাসনিক আধিকারিকদের প্রশ্ন মমতার

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: রাজ্য জুড়ে করোনার দাপট বেড়েই চলেছে। শেষ কয়েকদিনে প্রতিদিনই বাংলার তিন হাজারেরও বেশি সংখ্যক মানুষ সংক্রমিত হয়েছেন। যার মধ্যেই একটা অংশ উত্তর ২৪ পরগনার। করোনা আবহে নবান্ন থেকে ভিডিও কনফারেন্সে জেলার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী। রয়েছেন দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলির প্রশাসনিক কর্তারা। এদিন ভারচুয়াল প্রশাসনিক বৈঠক থেকে উত্তর ২৪ পরগনার করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । প্রশ্নের সুরে বললেন, ‘উত্তর ২৪ পরগনার করোনা সংক্রমণ আটকানো যাচ্ছে না। কিন্তু কেন? স্থানীয় প্রশাসন আদৌ যত্ন নিচ্ছেন তো?’ স্বস্তি প্রকাশ করলেন সুস্থতার হার নিয়ে।
আরও পড়ুন: এবার করোনায় আক্রান্ত হলেন হরিয়ানার বিধানসভার স্পিকার
সেই পরিসংখ্যানের নিরিখেই এদিন উত্তর ২৪ পরগনার পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। ওই জেলা কার্যত ডেঙ্গুর আঁতুরঘর, এই মন্তব্যও করেন তিনি। এরপরই নির্দেশের সুরে বলেন কোথায় সমস্যা হচ্ছে, অবিলম্বে তা খতিয়ে দেখে ব্যবস্থা নিতে হবে। পরিস্থিতি যত দ্রুত সম্ভব আয়ত্তে আনতে হবে। পাশাপাশি অন্যান্য জেলার সংক্রমণ ও সুস্থতার হার নিয়েও পর্যালোচনা করেন মুখমন্ত্রী। হাওড়া প্রসঙ্গে বলন, ‘হাওড়া প্রচুর চেষ্টা করছে। তা সত্ত্বেও আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। সুস্থতার হারও ভাল।’ হুগলির বর্তমান পরিস্থিতি অন্যান্য জেলার থেকে অনেকটাই ভাল বলে মন্তব্য করেন তিনি।