পশ্চিমবঙ্গহেডলাইন
বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস উপলক্ষে অনুষ্ঠান

সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম: কুমারগ্রাম ব্লকের তুরতুরি খন্ড গ্রাম পঞ্চায়েতের ফাঁসখাওয়া চা বাগান ময়দানে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হল বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস উপলক্ষে অনুষ্ঠান। শুক্রবার আয়োজিত এই অনুষ্ঠানে সশস্ত্র সীমা বল এর সহযোগিতায় শিশু শ্রম বিষয়ে শিশুদের নিয়ে একটি সচেতনতা মুলক আলোচনা সভা হয়।
স্বেচ্ছাসেবী সংগঠনের কুমারগ্রাম ব্লক কো- অর্ডিনেটর অসিত শিকদার জানান এদিনের কর্মসূচি ‘র মুল স্লোগান ছিল ” আর নয় শিশু শ্রম, সমাজে আনুন শিক্ষার আলোড়ন। ” তিনি আরও বলেন সমাজে শিক্ষার প্রসার ঘটলেই শিশু শ্রমের মত সামাজিক অভিশাপ থেকে মুক্ত হওয়া যাবে।