
যুগশঙ্খ, ওয়েবডেস্ক: গতকালই নিজাম প্যালেসে প্রায় চার ঘন্টার সিবিআইয়ে জেরার মুখে বসতে হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। আর তার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই নিজাম প্যালেসে হাজির হলেন বীরভূমের জেলা সভাপতি, দোর্দনণ্ডপ্রতাপ অনুব্রত মণ্ডল। গতকালই একটি ইমেল মারফত সিবিআইয়ের সামনে বসার ইচ্ছে প্রকাশ করেন তিনি। এর আগে অবশ্য ৬ বার তিনি হাজিরা এড়িয়ে যান। আজ অবশ্য নির্দিষ্ট সময়ের আগেই নিজাম প্যালেসে হাজিরা দিতে চলে আসেন তিনি। তবে যতক্ষণ তিনি ছিলেন বুকের একপাশ ছিল একহাত দিয়ে চেপে ধরা। ‘বুকে ব্যাথা’ নিয়ে প্রশ্নের উত্তর দেন তিনি। সাত পাতায় তৈরি ৩৬টি প্রশ্ন নিয়ে রেডি ছিলেন তদন্তকারী অফিসাররা। মোট তিন দফায় জেরা করা হয় অনুব্রতকে। তবে বেশিরভাগ উত্তর এড়িয়ে গেছেন তিনি। গরু পাচার কাণ্ডে আর্থিক লেনদেন থেকে শুরু করে ইনামূল হকের বয়ান মিলিয়ে দেখা হয়। আজ লিখিত বয়ান নেওয়া হয়েছে অনুব্রত’র কাছ থেকে। সেগুলি পাঠিয়ে দেওয়া হয়েছে দিল্লির সিবিআইয়ের মেন অফিসে।
আজ জেরা শেষে ফের বুকে হাত দিয়ে নিজাম প্যালেস থেকে বের হন অনুব্রত মণ্ডল। ধরাধরি করে গাড়িতে তোলা হয় তাকে। আজ রুটিন চেক আপের দিন ছিল। তাই নিজাম প্যালেস থেকে সটান চলে যান উডবার্ন কেয়ার ইউনিটে। সেখান থেকে চেক-আপের পর অনুব্রত মণ্ডল চলে যান তার চিনার পার্কের বাড়িতে।