fbpx
কলকাতালাইফস্টাইল

ফের তলব অনুব্রতকে, বুধবারই নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ

যুগশঙ্খ, ওয়েবডেস্ক:  গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলকে ছাড়ার পাত্র নয় সিবিআই, সেটাই বুঝিয়ে দেওয়া হচ্ছে। বুধবার সকাল ১১টায় নিজাম প্যালেসে হাজির হতে বলা হয়েছে তাঁকে। ইতিমধ্যেই এই নোটিস অনুব্রতকে ইমেল মারফৎ পাঠানো হয়েছে বলে সিবিআই সূত্রে খবর। একইসঙ্গে নোটিসের হার্ডকপি পাঠানো হচ্ছে বোলপুরে অনুব্রতর বাসভবনে।

সোমবারও অনুব্রত মণ্ডলকে ডেকে পাঠিয়েছিল সিবিআই। কিন্তু তিনি হাজির হননি। অসুস্থতার কারণ দেখিয়ে সোমবার এসএসকেএম হাসপাতালে যান। তবে হাসপাতালও জানিয়ে দেয়, তাকে ভর্তির কোনও প্রয়োজন নেই। তার পরেই চিনার পার্কের বাড়িতে এসে তিনি সরাসরি বোলপুরে চলে যান। বাড়ি ফিরতে না ফিরতেই ফের নোটিশ সিবিআইয়ের। ফলে স্বস্তি আর মিলছে না বীরভূমের তৃণমূল সভাপতির। ইমেল মারফৎ নোটিস পৌঁছে গিয়েছে বুধবারের হাজিরার জন্য। নোটিসের চিঠি যাচ্ছে বোলপুরের বাড়িতে।

Related Articles

Back to top button
Close