স্বস্তিতে নেই অনুব্রত, আজ ফের বোলপুরে সিবিআই

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: স্বস্তিতে নেই অনুব্রত মণ্ডল। তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা দিবসের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত’র পাশে দাঁড়িয়ে তিনি তাঁকে ‘সাহায্যকারী’ ছেলে বলে উল্লেখ করেছেন। কিন্তু মঙ্গলবার ফের সিবিআই হানা দিল বোলপুরে। অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ এক কাউন্সিলর এবং এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি শুরু করেছে সিবিআই৷
গোটা এলাকা ঘিরে রেখেছে বিশাল কেন্দ্রীয় বাহিনী৷ তবে গরু পাচার মামলার সূত্রেই এই অভিযান বলে সিবিআই সূত্রে খবর৷ এদিন বোলপুর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে চার জন সিবিআই আধিকারিক হানা দেন৷ তল্লাশির সময় বাড়িতেই ছিলেন তৃণমূল কাউন্সিলর৷ তাঁকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে বলে সিবিআই সূত্রে খবর৷ বোলপুরের উকিলপাড়ায় সুজিত দে নামে এক ব্যবসায়ী ও তৃণমূল কর্মীর বাড়িতেও হানা দিয়েছে সিবিআই৷ অনুব্রত ঘনিষ্ঠ বোলপুরের এক তৃণমূল কর্মী সুদীপ দে-র বাড়িতেও সিবিআই তল্লাশি চলছে বলে খবর৷