fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

বিহার যোগে অস্ত্র চোরাচালানে নোয়াপাড়ায় পাকরাও অস্ত্র পাচারকারী

অলোক কুমার ঘোষ, ব্যারাকপুর: আসন্ন ২০২১ বিধানসভা ভোটের আগে বিহারের সঙ্গে রাজ্যে দুষ্কৃতীদের হাত ধরে অস্ত্র পাচারের যোগ খুঁজে পেল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নোয়াপাড়া থানার পুলিশ। সোমবার গভীর রাতে নোয়াপাড়া থানার পুলিশ তদন্তে নেমে গোপন সূত্রে খবর পেয়ে অবৈধ নাইন এম এম নতুন আগ্নেয়াস্ত্র সহ এক অস্ত্র চোরাকারবারিকে ইস্ট ঘোষপাড়া রোড এলাকা থেকে গ্রেফতার করেছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পেরেছে, ওই কুখ্যাত অস্ত্র চোরা কারবারির নাম রণ সরকার (২৬)। সে নোয়াপাড়া থানার পুলিশের কাছে বেআইনি ভাবে তার অস্ত্র কেনার কথা স্বীকার করে নিয়েছে।

সম্প্রতি নোয়াপাড়া থানার পুলিশ আধিকারিক পার্থসারথী মজুমদারের নেতৃত্বাধীন পুলিশের বিশেষ দল গোপন সূত্রে খবর পায়, নোয়াপাড়া এলাকার কুখ্যাত দুষ্কৃতী রণ সরকার ভেসেলে করে গঙ্গা পার হয়ে হুগলিতে ঘন ঘন যাতায়াত করছে। তাকে ট্র্যাক করতে শুরু করে নোয়াপাড়া থানার পুলিশের বিশেষ তদন্তকারী দল। গোপন সূত্রে পুলিশ খবর পায়, দুষ্কৃতী রণ বর্তমানে অবৈধ অস্ত্র চোরাচালানের কারবার করছে। এরপরই সোমবার গভীর রাতে ইস্ট ঘোষ পাড়া রোডে দুষ্কৃতী রণ সরকারের গোপন আস্তানায় হানা দেয় পার্থসারথী মজুমদারের নেতৃত্বাধীন নোয়াপাড়া পুলিশের বিশেষ টিম। সেখানে রণ সরকারকে ১টি অবৈধ নাইন এম এম আগ্নেয়াস্ত্র, ১ টি ম্যাগাজিন ও ২ রাউন্ড কার্তুজ সহ পুলিশ গ্রেফতার করে।

আরও পড়ুন: মাদক মামলায় স্বস্তি পেলেন ভারতী সিং এবং তার স্বামী হর্ষ লিম্বাচিয়া

পুলিশ সূত্রে জানা গেছে, রণ সরকার হুগলি জেলায় গিয়ে বিহারের মুঙ্গেরের অস্ত্র কারবারিদের থেকে নগদ ৪০ হাজার টাকার বিনিময়ে এই বন্দুক কিনেছিল । তবে কি কারনে সে ওই বন্দুক কিনেছিল এবং সামনেই বিধানসভা নির্বাচন, নির্বাচনের আগে কোন বড় নাশকতা মূলক কাজ করার ছক তার ছিল কি না, অথবা সে যে অস্ত্র কিনছিল তা অন্য কারুর কাছে আরো বেশি দামে বিক্রির পরিকল্পনা করছিল কি না, তা খতিয়ে দেখছে নোয়াপাড়া থানার তদন্তকারী পুলিশ কর্মীরা। পুলিশ সূত্রে জানা গেছে, যেহেতু সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন, সেই কারণে যে দুষ্কৃতীদের বিরুদ্ধে পুরনো অভিযোগ আছে তাদের গতিবিধি সম্পর্কে নজর রাখছে পুলিশ। আসন্ন ২০২১ ভোটের আগে যাতে নতুন করে ব্যারাকপুর শিল্পাঞ্চল অশান্ত না হয়, সেই কারণে ব্যারাকপুর মহকূমার বিভিন্ন থানা এলাকায় কুখ্যাত দুষ্কৃতীদের গতিবিধি নজরবন্দী করা হচ্ছে বলে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট সূত্রে খবর। এদিকে নোয়াপাড়া থানার পুলিশের হাতে ধৃত অস্ত্র চোরাকারবারী রণ সরকারকে পুলিশ জেরা করে বিহার যোগে অস্ত্র পাচারের সঙ্গে যুক্ত বড় মাথাদের গ্রেফতার করতে চাইছে। নোয়াপাড়া থানার অন্তর্গত হুগলি জেলার সঙ্গে যুক্ত গঙ্গা তীরবর্তী বিভিন্ন গঙ্গার ঘাটগুলিতে বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি।

Related Articles

Back to top button
Close